মিঠাপুকুরের 'ছড়ান দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে' শিক্ষক দিবস-২০২৩ পালিত ।

উত্তর বাংলা ২৪বিডি ডেস্কঃ

রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান 'ছড়ান দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে
বৃহস্পতিবার, (৫ অক্টোবর, ২০২৩ ইং), অত্যন্ত উৎসাহের সাথে শিক্ষক দিবস-২০২৩ পালিত হয়েছে।

শিক্ষক দিবস উদযাপনের জন্য শিক্ষক-শিক্ষার্থীরা স্কুলে  জড়ো হন। ফুল, ব্যানার, দিয়ে সুন্দর করে সাজানো হয় হল রুম । শিক্ষার্থীরা শিক্ষকদেরকে বিভিন্ন ভাবে উষ্ণ অভ্যর্থনা জানান।
দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কিছু শিক্ষার্থী ছোট ছোট বক্তৃতা দিয়ে শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে, প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ের অনেক শিক্ষক  গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন ।
সকল শিক্ষক এবং শিক্ষার্থীরা অনুষ্ঠানটি উপভোগ করেন।

উল্লেখ্য - ৫ অক্টোবর এই দিনটিতে বিশ্বব্যাপী পালিত হয় শিক্ষক দিবস। ১৯৯৪ সালে ইউনেস্কোর ২৬ তম অধিবেশনে গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে ইউনেস্কো মহাপরিচালক ড. ফ্রেডারিক এম মেয়রের যুগান্তকারী ঘোষণার মাধ্যমে ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালনের শুভ সূচনা করা হয়।
যদিও বিশ্বের অনেক দেশে বছরের অন্যান্য অনেকদিন পালন করা হয় শিক্ষক দিবস হিসেবে। তবে ১৯৯৫ সালের ৫ অক্টোবর থেকে বাংলাদেশসহ পৃথিবীর ১০০টি দেশে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়ে আসছে। এটি দেশ বিদেশে ‘শিক্ষক’ পেশাজীবিদের জন্য সেরা সম্মান। পরবর্তী প্রজন্মও যেন যথাযথ মর্যাদার সঙ্গে এই দিনটি পালন করে সেটাও উদ্দেশ্য।


Post a Comment

নবীনতর পূর্বতন