উত্তর বাংলা ২৪বিডি ডেস্কঃ
কুড়িগ্রামের রৌমারীতে মসজিদে সেজদারত পরিস্থিতিতে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন শহিদুর রহমান (৬৮) নামের এক মুসল্লি। বুধবার (৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এর জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করার টাইম সেজদারত পরিস্থিতিতে ইন্তেকাল করেন তিনি। মৃত শহিদুর রহমান উপজেলা সদর ইউনিয়নের কড়াইকান্দি গ্রামের মৃত ফয়জার রহমানের ছেলে।
ইমাম আমিরুল ইসলাম ও মুক্তাদিরা জানান, মাগরিফের নামাজের সময় ১ম রাকাত শেষে ২য় রাকাতে সেজদাহ্ হতে তিনি আর উঠেননি। সালাম ফিরিয়ে দেখি তিনি সেজদারত অবস্থায় রয়েছেন। তার দেহে হাত দিলে লুটিয়ে পড়েন তিনি। পরে দেখা যায় তিনি ইন্তেকাল করেছেন । মৃতের ছোট ভাই সৈয়দ জামান জানান, (মঙ্গলবার) রৌমারী বাজার থেকে যাওয়ার পথে বাড়ির কাছাকাছি গিয়ে পিছলে পড়ে আঘাতগ্রস্থ হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। সুস্থ্য হওয়ায় বুধবার সন্ধ্যার দিকে তাকে ছাড়পত্র দেওয়ার কথা ছিল। মাগরিফের নামাজ আদায় করতে মসজিদে যান তিনি। নামাজের এক রাকাত শেষে পরের রাকাতে সেজদারত পরিস্থিতিতে ইন্তেকাল করেন তিনি। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স প্রাঙ্গণে নেমে আসে শোকের ছায়া।

একটি মন্তব্য পোস্ট করুন