উত্তর বাংলা ২৪বিডি ডেস্ক:
দিনাজপুরের ফুলবাড়ীতে রেলওয়ে স্টেশন জামে মসজিদের স্থান দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় মুসল্লিরা। রোববার বেলা সাড়ে ১১টায় ফুলবাড়ী উপজেলা চত্তরে ফুলবাড়ী রেলওয়ে স্টেশন জামে মসজিদের সভাপতি কাজী মোঃ মোস্তাফিজুর রহমান লাইজুর নেতৃত্বে স্থান জবর দখলের প্রতিবাদে উপজেলা চত্ত¡রে মানববন্ধন সংঘটিত হয়।
এতে বক্তব্য রাখেন ফুলবাড়ী রেলওয়ে স্টেশন জামে মসজিদের সভাপতি কাজী মোঃ মোস্তাফিজুর রহমান লাইজু।
তিনি মানববন্ধনে বলেন, ৬নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর মোঃ হাসানুর রহমান গত ১ সেপ্টেম্বর তারিখে দুপুর ১২টায় তার লোকজন নিয়ে গিয়ে জোর করে মসজিদের জায়গার ওপর আবাস তৈরির চেষ্টা করেন প্রতিপক্ষ। মসজিদ কমিটির লোকজন বাঁধা দেওয়ার জন্য গেলে কাউন্সিলর সহ তার লোকজন মসজিদ কমিটির লোকজনের ওপর চড়াও হয়। এমনকি মুসল্লিদেরকে শারীরিকভাবে লাঞ্চিত করে। মুসল্লিদের অনুভূতিতে চরম আঘাত হানার সামিল কাউন্সিলরের এহেন কর্মকান্ডে। মসজিদ কমিটির উপরে এই নেক্কার জনক ঘটনার সুষ্ঠু বিচার ও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
মানববন্ধন শেষে বক্তব্য রাখেন কাজী শফি কাওসার রুমেল, মোঃ সোহাগ হোসেন অন্তর। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান তার সাথে পৌরসভার মেয়র বরাবর স্মারক লিপি প্রদান করেন।
একটি মন্তব্য পোস্ট করুন