উত্তর বাংলা ২৪বিডি ডেস্কঃ
রংপুর শহরের স্টেশন রোডে আরডিসিসিএস মাঠে বৃহস্পতিবার (২ নভেম্বর ২০২৩ইং) হতে আরম্ভ হলো তিন দিনব্যাপী জেলা ইজতেমা।
এটি নিশ্চিত করেছেন ইজতেমা মাঠের ৪ নম্বর হালকার দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম।তিনি বলেন, গত বুধবার বিকাল হতে মুসল্লিরা মাঠে আসা শুরু করেন। এবারে ইজতেমায় রংপুর জেলার আটটি উপজেলা ও সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডের লক্ষেরও অধিক মুসল্লি অংশ নিচ্ছেন। আগামী শনিবার দুপুরবেলা আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমার কার্যক্রম শেষ হবে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন বলেন, ইজতেমার নিরাপত্তার বিষয় মাথায় রেখে আয়োজকদের সাথে কথা বলে কর্মপন্থা সুবিন্যস্ত করা হয়েছে। নিরাপত্তার বিষয়টি মর্যাদা সহকারে দেখা হচ্ছে।
একটি মন্তব্য পোস্ট করুন