উত্তর বাংলা ২৪বিডি ডেস্কঃ
দেশের উত্তরের বিভাগীয় জেলা রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ফলে প্রায় ২৫ হাজার মানুষের একমাত্র ভরসা এখন বাজারের ওষুধের দোকান কিংবা হাতুড়ে চিকিৎসক। এছাড়া দীর্ঘদিন ধরে উপস্বাস্থ্য কেন্দ্রটি তালাবদ্ধ থাকায় সেখানে সাপ,বিচ্ছু, পোকা মাকড় বাসা গড়ে তুলেছেন বলে অনেকের ধারনা।
স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি চিকিৎসাসেবা মানুষের দোড়গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য উপজেলার কুতুবপুর ইউনিয়নের নাগেরহাটে আশির দশকে উপস্বাস্থ্য কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়েছিলো। শুরুর কাল থেকেই সেখানে কোন মেডিকেল অফিসার না বসলেও স্বাস্থ্য সহকারীরা যে সেবা দিয়েছেন তাতেই সন্তুষ্ট ছিলেন অত্র এলাকার মানুষজন। কিন্তু এখন উপস্বাস্থ্য কেন্দ্রটির স্বাস্থ্য সহকারী অন্যত্র বদলি হয়ে চলে গেলে সেই জায়গা আর পূরণ হয়নি।
ফলে দীর্ঘদিন ধরে সহজপ্রাপ্য সরকারি স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত রয়েছেন কুতুবপুর ইউনিয়নের সাধারণ মানুষজন। প্রাক্তন ইউনিয়ন পরিষদ মেম্বার কামরুজ্জামান জানান, স্বাস্থ্য কেন্দ্রটি চালু করতে লিখিত ও মৌখিকভাবে অনেকবার নানা জায়গায় আবেদন-নিবেদন করলেও কোন কাজ হয়নি।
ব্যবসায়ী চয়ন মহন্ত বলেন, উপস্বাস্থ্য কেন্দ্রটি বন্ধ থাকায় সাধারণ মানুষকে সম্প্রতি হাতুড়ে চিকিৎসক অথবা ওষুধের দোকানদারদের ওপর নির্ভর করতে হচ্ছে। এতে করে স্বাস্থ্য ঝুঁকি আরো গুরুতর আকার ধারণ করছে।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল বাতেন বলেন, আমি সবেমাত্র এখানে যোগদান করেছি। এজন্য বিষয়টি জানা নেই। তবে খোঁজ নিয়ে দরকারী ব্যবস্থা নেয়া হবে।
(তথ্য সূত্র - দৈনিক করতোয়া)

একটি মন্তব্য পোস্ট করুন