রংপুর-৩ আসনে মনোনয়ন কিনলেন তৃতীয় লিঙ্গের রানী

উত্তর বাংলা ২৪বিডি ডেস্কঃ

রংপুর-৩ আসন হতে মনোনয়ন কিনেছেন তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী। আসন্ন দ্বাদশ সংসদ ইলেকশনে তিনি এই আসন হতে নির্বাচন করতে চাচ্ছেন।  রবিবার (১৯ নভেম্বর) দুপুরবেলা রংপুর আঞ্চলিক নির্বাচন দফতর থেকে তিনি মনোনয়ন ফরম তোলেন। এ সময় তার সঙ্গে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

জানা যায়,আনোয়ারা ইসলাম রানী রংপুরের ন্যায় অধিকার ট্রান্সজেন্ডার উন্নয়ন সংস্থার সভাপতি। দীর্ঘদিন ধরে তিনি তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য কাজ করছেন। এছাড়াও বিভিন্ন সময়ে সংগঠনের পক্ষ সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়ে প্রশংসিত হয়েছেন তিনি।
তৃতীয় লিঙ্গের রানীর মনোনয়নপত্র গ্রহণের খবরে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আবার অনেকেই রানীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। আনোয়ারা ইসলাম রানী বলেন, সবক্ষেত্রে রংপুর ১টি অবহেলিত অঞ্চল। দেশের উন্নয়নমূলক মহাপরিকল্পনাগুলো থেকে আমাদের রংপুর বরাবরই বঞ্চিত। কারণ, এখানে নেতৃত্ব দেওয়ার মতো নেতা নেই। যার কারণে আমি এই আসনে নির্বাচন করে নেতৃত্বে আসতে চাই। ১২শ জাতীয় সংসদ ইলেকশনে আমি রংপুর-৩ আসন হতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য পদে অংশগ্রহণ করার ডিসিশন নিয়েছি।
নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করার জন্য নানারকম অঙ্গীকার তুলে ধরে তিনি বলেন, ‘আপনারা যদি আমার পাশে থাকেন, আমাকে সর্মথন তার সাথে ভোট দিয়ে নির্বাচিত করেন; তাহলে আমি উন্নয়নের জন্য আন্দোলন করব।’ এ সময় উনি তার ২১ দফা নির্বাচনী ইশতেহার পাবলিশ করেন।
রংপুর-৩ আসনে মোট ৫ লাখ ১৯ হাজার ৯৭০ জন ভোটার  তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। লাঙ্গলের ঘাঁটিখ্যাত এই আসনটিতে সাবেক রাষ্ট্রপতি মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর তার পুত্র রাহগির আল মাহি সাদ এরশাদ নির্বাচিত হয়ে সংসদ সদস্যদের দায়িত্ব পালন করছেন।
(তথ্য সূত্র-দৈনিক যুগের আলো)

Post a Comment

নবীনতর পূর্বতন