উত্তর বাংলা ২৪বিডি ডেস্কঃ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ১টি দিঘি হতে তোলা মাছের ভিতরে ১টি মাছের গায়ে আল্লাহু লিখনি লক্ষ্য গেছে। মাছটি দেখতে কৌতূহলি জনতা ভিড় করছে সেখানে।
রবিবার (১৯ নভেম্বর) সকালে মাছের গায়ে আল্লাহু লিখনি কয়েকটি ফটো সোশ্যাল যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এর আগে রোববার সকালে উপজেলার চাকিরপশা ইউনিয়নের তালুক নাককাটি গ্রামের রফিকুল ইসলাম নামের একজনের দিঘিতে মাছটি ধরা পরে।
স্থানীয়রা জানান, রফিকুল ইসলাম বিজিবিতে চাকুরী করেন। উনি চাকুরীতে আছেন। সকালে তার স্ত্রী মাছ দিয়ে যান তারই ভাই। পরে মাছ কাটতে গিয়ে দেখেন মাছের গায়ে আল্লাহু লেখা। এই সংবাদ ছড়িয়ে পড়লে অন্যন্য এলাকার মানুষজন ভিড় করছে মাছটি এক নজর দেখার জন্যে।
রফিকুল ইসলামের স্ত্রী নুরেজা বেগম বলেন, আমাদের দিঘিতে আমার জ্যাটাতো ভাইয়া মাছ চাষ করতো। সে মাছ তুলে সকালে বাড়িতে দিয়ে গেছে। আমি মাছ কাটতে গিয়ে দেখি মাছের গায়ে আল্লাহু লেখা। পরে আর মাছটি কাটিনি। মাছটি মাদরাসার হুজুর নিয়ে গেছে।
কুড়িগ্রামের আল্লামা ফজলুল করীম রহ: জামিয়া ইসলামীয়া মাদরাসার মুফতি মোঃ আল আমিন বলেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামীন অনেক কয়েকটি তৈরি করেছেন। দেখতে পারবেন মাঝেমধ্যেই বৃক্ষের মধ্যেও আল্লাহু লিখনি লক্ষ্য যায়। আজ যেমন মাছের গায়ে আল্লাহু লিখনি দেখা গেলো সবই আল্লাহ পাকের নিদর্শন।
একটি মন্তব্য পোস্ট করুন