মোঃ সুজা উদ্দিনঃ
সারা দেশে আগামী ১ জানুয়ারি পাঠ্যপুস্তক বিতরণের বিনিময়ে ‘বই উৎসব’ উদযাপনে সম্মতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সেক্ষেত্রে ওই দিন কুমিল্লার লালমাই উপজেলার সুয়াগঞ্জ তোফাজ্জল আহমেদ চৌধুরী স্কুল অ্যান্ড কলেজে বই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের সম্মতি দেয়নি ইসি। রবিবার (২৪ ডিসেম্বর) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার এ সংক্রান্ত চিঠি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবকে পাঠিয়েছেন।
এতে উল্লেখ করা হয়, ভিন্ন ভিন্ন বছরের মতো আগামী ১ জানুয়ারি ২০২৪ সালের শিক্ষাবর্ষ শুরুর দিন আনুষ্ঠানিকভাবে সারা দেশে আধুনিক পাঠ্যবই বিতরণ সংক্রান্ত ‘বই উৎসব’ সরকারের রুটিন কার্য হিসেবে আয়োজনে নির্বাচন কমিশন সম্মতি দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বই উৎসবের আগের রোজ ৩১ ডিসেম্বর প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যের পাঠ্যবই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন কুমিল্লার লালমাই উপজেলার সুয়াগঞ্জ তোফাজ্জল আহমেদ চৌধুরী স্কুল অ্যান্ড কলেজে বই উৎসবের উদ্বোধনী আয়োজন করতে চেয়েছিল সরকার। এই অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেয়নি ইসি। তবে প্রাথমিকের বই উৎসব রাজধানীর মিরপুরের ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগের সূচি অনুযায়ী আয়োজন করা হবে। মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট সবাইকে নিজস্ব কর্মস্থলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করবেন।
(তথ্য সূত্র - প্রতিদিনের বাংলাদেশ)
একটি মন্তব্য পোস্ট করুন