বিনামূল্যে স্বপ্নপুরীতে প্রবেশের ঘোষণা ‘স্বপ্নপুরী’ কর্তৃপক্ষের

মোঃ সুজা উদ্দিনঃ

গত ২৫ ডিসেম্বর ২০২৩ইং  বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর এই ৪টি উপজেলার জনসাধারণের জন্য বিনামূল্যে স্বপ্নপুরীতে প্রবেশের সুযোগ দেওয়ার ঘোষণা দেয় ‘স্বপ্নপুরী’ কর্তৃপক্ষ। এই ০৪ উপজেলার  জনসাধারণ যারা সেখানে বেড়াতে যাচ্ছেন, তাদের প্রবেশ করার সময় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ড দেখাতে হচ্ছে। 

এ ছাড়া পিকনিক স্পটের ভেতরেও বিভিন্ন জায়গায় ঘোরার জন্যও এনআইডি কার্ড দেখাতে হচ্ছে।
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ এলাকায়  অবস্থিত উত্তরবঙ্গের সবচেয়ে বড় পিকনিক স্পট ‘স্বপ্নপুরী’র স্বত্বাধিকারী সংসদ সদস্য (এমপি) শিবলী সাদিক ও তাঁর চাচা দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন।
উল্লেখ্য, ৪ জানুয়ারি ২০২৪ ইং তারিখ পর্যন্ত নবাবগঞ্জ, ঘোড়াঘাট, হাকিমপুর, বিরামপুরের সর্বসাধারণের জন্য স্বপ্নপুরী উন্মুক্ত থাকবে।
(তথ্যসূত্র সংগৃহীত)

Post a Comment

নবীনতর পূর্বতন