মিঠাপুকুরের পায়রাবন্দে শুরু হয়েছে তিনদিন ব্যাপি রোকেয়া দিবস : জেনে নিন কর্মসূচি

উত্তর বাংলা ২৪বিডি ডেস্কঃ

প্রতিবছরের ন্যায় এবারো পালিত হচ্ছে রোকেয়া দিবস ২০২৩।  নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার  জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষে  শনিবার (৯ ডিসেম্বর) থেকে রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে  শুরু  হয়েছে তিনব্যাপি এই রোকেয়া মেলা।
এ-মেলায় তিন দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এছাড়াও মেলায় বসেছে বিভিন্ন পণ্য সামগ্রী বিক্রয় ও প্রদর্শনী দোকান।

1️⃣ প্রথম দিন - ০৯ ডিসেম্বর,
সকালে পায়রাবন্দের স্মৃতি স্তম্ভে পুষ্প মাল্য অর্পন,
পতাকা উত্তোলন,মিলাদ মাহফিল,রোকেয়া মেলার 
উদ্বোধন, স্বেচ্ছায় রক্তদান ও গ্রুপ পরীক্ষা, আলোচনা সভা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
2️⃣ দ্বিতীয় দিন - ১০ ডিসেম্বর, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও প্রামাণ্য চিত্র প্রদর্শন।বিকেলে নারীর অগ্রযাত্রা, বেগম রোকেয়ার ভাবনা এবং
বর্তমান প্রেক্ষিতঃ শীর্ষক আলোচনা,নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
3️⃣ তৃতীয় দিন - ১১ ডিসেম্বর, বেগম রোকেয়ার সাহিত্যে নারী ভাবনা শীর্ষক আলোচনা,পুরস্কার ও পদক প্রদান, জয়িতা সংবর্ধনা, নাটিকা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
⏩ এছাড়াও, চতুর্থ দিন, ১২ ডিসেম্বর, বেসরকারি উন্নয়ন সংস্থা নিজেরা করি ও ভুমিহীন সংগঠন,পৃথক ভাবে রোকেয়া স্মরণ সভা ও সাংস্কৃতিক
 অনুষ্ঠানের আয়োজন করেছে।

Post a Comment

নবীনতর পূর্বতন