মিঠাপুকুরে চেয়ারম্যান সমিতি গঠিত, সভাপতি জয়নাল মাষ্টার, সম্পাদক সাইদুর রহমান

নিউজ ডেস্কঃ

রংপুর জেলার  মিঠাপুকুর উপজেলায় চেয়ারম্যানদের স্বার্থ রক্ষায় আর উন্নয়নমূলক কর্মের পরিধি সহ পারস্পরিক সহযোগিতার হাত বাড়াতে উপজেলার ১৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগনকে নিয়ে চেয়ারম্যান সমিতি গঠিত হয়েছে ।  

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) মিঠাপুকুর উপজেলা পরিষদ মিলনায়তনে এটি গঠিত হয়। এতে সংখ্যাগরিষ্ঠতা আর মতামতের ভিত্তিতে ৬ নং কাফ্রিখাল ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান মো: জয়নাল আবেদীন মাস্টারকে সভাপতি আর ১৪ নম্বর দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সাইদুর রহমান তালুকদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয় ।  উক্ত কমিটির সহসভাপতি করা হয় ১নং খোড়াগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান, সহ সম্পাদক ১৬নং মির্জাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ ১১নং বড়বালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ তারিকুল ইসলাম স্বপন, কার্যকরী সদস্য ১৫ নং বড় হযরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ মতিন মিয়া ও ৯নং ময়েনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোকছেদুল আলম সরকার (মুকুল)। 

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির নবগঠিত কমিটির সভাপতি ৬নং কাফ্রিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান- জয়নাল আবেদিন মাস্টার জানান,

চেয়ারম্যানদের সুখে দুঃখে আমরা একে অপরের সাথে থাকবো ও আপন আপন ইউনিয়নের উন্নয়নে সম্মিলিতভাবে আমরা কার্য করবো এই প্রত্যাশা থেকেই এই সমিতি আজ গঠন করা হলো। 

উল্লেখ্য যে, গত বছরের ৫ নভেম্বর রাতে প্রকাশে ০৩ নং পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান মাহবুবার রহমানকে মাছ কাঁটার বটি দিয়ে কু-পিয়ে আপাদমস্তক এক মানুষ কু-পিয়ে হ-ত্যা করেন। তারপর থেকে চেয়ারম্যানদের নিরাপত্তার বিষয়টি ভাবিয়ে তুলছিলো এবং তাদের ঐক্যবদ্ধতা জরুরি হয়ে পড়ে।

Post a Comment

নবীনতর পূর্বতন