আকর্ষণীয় বেতনে শিক্ষক নিয়োগ দেবে, ফাহিম রেসিডেন্সিয়াল মডেল স্কুল এণ্ড কলেজ।

শিক্ষা ডেস্কঃ

অত্র প্রতিষ্ঠানের (শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত এক জন হাফেজ) এবং (ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত দাওরায়ে হাদিস/ কামিল পাস) নিম্নবর্ণিত পদে খণ্ডকালীন শিক্ষক নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

✒️ পদের নাম : সহকারী শিক্ষক (কুরআনের হাফেজ)
সংখ্যা - ১ জন।
নূন্যতম শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে অধ্যায়নরত আলিম অথবা ফাজিল।
✒️ পদের নাম : সহকারী শিক্ষক (আরবি) ।
সংখ্যা - ১ জন।
নূন্যতম শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে অধ্যায়নরত স্নাতক/ স্নাতকোত্তর/ ফাজিল/ কামিল (আরবি)।
📊 বেতন স্কেল :  প্রতিষ্ঠানের প্রচলিত নিয়ম অনুযায়ী বেতন ভাতা প্রদান করা হয়।

🖨️ সংযুক্তি :
১। সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজ ছবি।
২। সকল সার্টিফিকেটের ফটোকপি।
৩। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
📩 আবেদনের শেষ তারিখ: ২৯/০১/২০২৪
📃 লিখিত ও মৌখিক পরিক্ষার তারিখ: মোবাইল ফোনে জানিয়ে দেওয়া হবে।

🏛️ যোগাযোগ :
প্রতিষ্ঠাতা ও পরিচালক,
ফাহিম রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ।
ছড়ান, মিঠাপুকুর, রংপুর৷
📞  ০১৭১৪৫১৭০৪৬

🔎 ফেসবুক লিংক 

https://www.facebook.com/fahimschool

🧱 প্রতিষ্ঠানটির কিছু ছবি -
ফাহিম রেসিডেন্সিয়াল মডেল স্কুল এণ্ড কলেজ
ফাহিম রেসিডেন্সিয়াল মডেল স্কুল এণ্ড কলেজ 

ফাহিম রেসিডেন্সিয়াল মডেল স্কুল এণ্ড কলেজ

Post a Comment

নবীনতর পূর্বতন