মিঠাপুকুরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, আটক-১

মোঃ সুজা উদ্দিনঃ


রংপুরের মিঠাপুকুর উপজেলায় চুরি যাওয়া মোটর সাইকেল  উদ্ধার করেছে মিঠাপুকুর  থানা পুলিশ।
জানাযায়,গত ১৭ জানুয়ারি ২ ০ ২ ৪ ইং  রাতে মিঠাপুকুর উপজেলার বিএনপি নেতা মোঃ ছাদেকুল ইসলাম এর নিজ বাড়ি থেকে একটি TVS APACHE RTR ইঞ্জিন নং- OE411J2 9 3 5 4 1 5, চেচিস নং- MD634KE49J2H 3 4 7 6 1, রং- লাল, সিসি- 160 মডেলের মটর সাইকেল চুরি হয়ে যায়।
মোঃ ছাদেকুল ইসলাম চুরি হওয়া মটর সাইকেল এর বিবরণ দিয়ে মিঠাপুকুর থানায় একটি চুরির অভিযোগ  করেন।
এমত অবস্থায়, মিঠাপুকুর-পীরগন্জের  ডি-সার্কেলের  দিক নির্দেশনায় মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলামের সহয়তায়,মিঠাপুকুর থানার চৌকস পুলিশ অফিসার এস আই জামিউল ইসলাম ও এস আই ভূষণ চন্দ্র সঙ্গীয় ফোর্স সহ চুরি হওয়া মোটর সাইকেলটি  ২৪ জানুয়ারি ২ ০ ২ ৪ ইং বগুড়া জেলার সোনাতোলা থানার জনৈক সাজু মিয়ার বাড়ি থেকে উদ্ধার করেন। এসময় মটর সাইকেল চোর একরামুকে আটক করে থানা পুলিশ।


Post a Comment

নবীনতর পূর্বতন