দিনাজপুর-৬ আসনে তৃতীয়বারের মতো বিজয়ী হলেন নৌকার শিবলী সাদিক

মোঃ সুজা উদ্দিনঃ


দিনাজপুর-৬ আসনে ৯৭ হাজার ৫৭৯ ভোট বেশি
পেয়ে তৃতীয়বারের মতো বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন শিবলী সাদিক। নৌকা প্রতীক নিয়ে উনি পেয়েছেন সমষ্টি ১ লাখ ৭৯ হাজার ৮২৭ ভোট।ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আজিজুল হক চৌধুরী পেয়েছেন ৮২ হাজার ২৪৮ ভোট। উনি ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে লড়েছেন। 

এছাড়াও ঈগল প্রতিকের শাহনেওয়াজ শুভ শাহ ১ হাজার ৬০, সোনালী আঁশ প্রতিকের মোফাজ্জল হোসেন ৬০৩ আর মশাল প্রতিকের শাহ আলম বিশ্বাস ৬৭৭ ভোট পেয়েছেন। রবিবার সকাল বেলা ৮টা থেকে আরম্ভ হয়ে বিকাল ৪টা পর্যন্ত ২৯৯ টি আসনে ব্যালট পেপারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হলেও দেশের নানান জায়গায় প্রার্থীর সমর্থকদের ভেতরে বিচ্ছিন্ন সংঘর্ষের নিউজ পাওয়া গেছে। কিছু জায়গায় গোলাগুলির ঘটনা ঘটেছে। অনিয়ম প্রমাণিত হওয়ায় ভোট বাতিল করা হয়েছে কয়েকটি ভোটকেন্দ্রে। জাল ভোট দেওয়ার চেষ্টা করায় কয়েকজনকে গ্রেপ্তার, জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) হিসাবে সারা দিনে ভোট পড়েছে ৪০ শতাংশের মতো। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ভোটকেন্দ্রে যেতে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

Post a Comment

নবীনতর পূর্বতন