নির্বাচন শেষ, রংপুর রাইডার্সের অনুশীলনে সাকিব

মোঃ সুজা উদ্দিনঃ


নির্বাচন ইতি করেই ঢাকায় ফিরে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করছিলেন সাকিব আল হাসান। আজ প্রভাত থেকেই অনুশীলন করেছেন ববসুন্ধরার ক্রিকেট গ্রাউন্ডে। তাতেই আনুষ্ঠানিকভাবে অনুশীলন আরম্ভ করেছে রংপুর রাইডার্স।

নিজেদের মাঠ বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে এই অনুশীলন আরম্ভ করে তারা কোচ সোহেল ইসলামের নেতৃত্বে। এদিন অনুশীলনে যুক্ত দিয়েছেন সাকিব নিজেও। দুপুর সাড়ে বারোটার পর দলের সাথে যুক্ত দেন তিনি। শুরুতে ব্যাট নিয়ে শ্যাডো প্র্যাকটিস করেন তিনি। সাথে ছিলেন কোচও। গতকালের অনুশীলনে ব্যাটিংয়ে বেশ মনোযোগ দিতে দেখা গেছে সাকিবকে। লম্বা সময় ধরে নেটে ব্যাটিং করেছেন। আঙুলের চোট কাটিয়ে ফেরার পর এবারই প্রথম ব্যাটিং অনুশীলন করেছেন তিনি। যদিও এর পূর্বে নির্বাচনী কাজের ফাঁকে মাগুরায় ফিটনেস অনুশীলন করেছিলেন সাকিব। এদিকে নিয়মিতই মিরপুরে দেখা যাচ্ছে বিপিএলে দল পাওয়া ক্রিকেটারদের। তবে বলাই যেতে পারে, মিরপুরে পুনরায় আরম্ভ হয়ে ক্রিকেটের উত্তাপ। ক্রিকেটারদের চোখ এই মুহূর্তে বিপিএলে।  এবারের বিপিএলকে পূর্বে রেখে শক্ত এক স্কোয়াড তৈরি করেছে রংপুর রাইডার্স। সাকিব আল হাসান, বাবর আজম, নিকোলাস পুরান ছাড়াও মাথিশা পাথিরানা, ব্রেন্ডন কিং অথবা ওয়ানিন্দু হাসারাঙ্গার মতো দলকে নিজেদের ডেরায় ভিড়িয়েছে তারা। ড্রাফট এবং ডিরেক্ট সাইনিং দিয়ে অনেক শক্তপোক্ত দল করেছে রংপুর।

Post a Comment

নবীনতর পূর্বতন