মিঠাপুকুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত।

মোঃ সুজা উদ্দিনঃ


সারা দেশের ন্যায় রংপুরের মিঠাপুকুর উপজেলায়  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (১৭ মার্চ) সকালে মিঠাপুকুর উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 
পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধাগণ, মিঠাপুকুর থানা, সাংবাদিকগন, বিভিন্ন স্কুলের শিক্ষকগন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরা।
এছাড়াও দিবসটি পালন উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মদিবস ও জাতীয় শিশু দিবসের কর্মসূচি পালন করা হয়।
পরে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
উক্ত অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জনাব মোঃ জাকির হোসেন সরকার। মাননীয় জাতীয় সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য । উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মিঠাপুকুর উপজেলার  ইউএনও বিকাশ চন্দ্র বর্মণ। 
এ সময় বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।


Post a Comment

নবীনতর পূর্বতন