মোঃ সুজা উদ্দিনঃ
দেশজুড়ে চলছে তাপপ্রবাহ, আমরা অনুভব করছি অত্যধিক গরম, কিন্তু কতদিন আমরা ফ্যান বা এসির সাহায্য নেবে! পুরো দেশে আরো ৪০০ কোটিরও বেশি গাছের প্রয়োজন।
এটা তো সবেমাত্র শুরু! ৪৯° থেকে ৪৫° এবং ৪৫° থেকে ৫৫°, ৫৫° থেকে ৬০° 'হতে বেশি সময় লাগবে না, এভাবে চলতে থাকলে। ৫৬° হলে মানুষের বাঁচা মুশকিল হবে। আমাদের এখন থেকে প্রচুর চারা গাছ রোপন করতে হবে, কারন একটি গাছ মোটামুটি বড়ো হতে ৫ থেকে ৭ বছর সময় লাগে।
কিছুদিন পরেই বৃষ্টির মৌসুম শুরু হতে চলেছে, অবশ্যই অন্ততপক্ষে আমরা দুটি করে গাছ লাগাবো। আসুন, অন্যদের উপর সব ছেড়ে না দিয়ে নিজেরাই শুরু করি।
সবাই অন্তত দুটি করে চারাগাছ রোপন করবো। সবার প্রচেষ্টাতেই পরিবেশে ভারসাম্য রক্ষা পাবে। পরিবেশের ধ্বংসের সঙ্গেই জড়িত রয়েছে প্রাণী জগতের ধ্বংস। তাই প্রাণ বাঁচাতে চাইলে, বাঁচাতে হবে পরিবেশ।
গাছ লাগালে পরিবেশের ফুসফুস ঠিক থাকবে। যা মানুষকে অক্সিজেন দিয়ে বাঁচার শক্তি যোগাবে। তাই গাছ লাগিয়ে চারপাশের পরিবেশকে সবুজ করে তুলবে হবে।
পুরো পৃথিবীটা আমাদের বাড়ির মতোই। তাই এই বাড়ির যত্ন আমাদেরকেই নিতে হবে। সবার উচিত এই বাড়িকে পরিচ্ছন্ন রাখা। সবুজ পৃথিবী সুস্থ মানবজীবন দান করে। পরিবেশ রক্ষার শপথ নিন। অন্তত দুটি গাছ লাগান। পরিবেশ রক্ষায় আপনিও ভূমিকা রাখুন।
একটি মন্তব্য পোস্ট করুন