মোঃ সুজা উদ্দিনঃ
রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৪নং দুর্গাপুর ইউনিয়নের জয়ন্তীপুরে বুধবার (২৪ এপ্রিল) দুপুরের দিকে ৪০দিনের কর্মসুচীর কাজ করার সময় একটি পুরাতন আমলের পুতুল পাওয়া যায়।
৪০দিনের কর্মসুচী কাজের লোকজন এটাকে সোনার পুতুল মনে করেন।
সোনার পুতুল পায়েছে ৪০ দিনের কর্মসুচীর লোক এমন সংবাদ শুনতে পেয়ে হাজারো জনতার ভিড় জমায় পুতুলটি দেখতে।
আসলে পুতুলটি সোনা কি নাকি পিতল? তার সত্যতা প্রমাণিত করার জন্য ঘটনাস্থলে থানা পুলিশ উপস্থিত হয়।
একটি মন্তব্য পোস্ট করুন