মোঃ সুজা উদ্দিনঃ
আজ রোজ সোমবার, ( ২০ মে ২০২৪ ইং) উত্তরবঙ্গের সবচেয়ে বড় বিনোদন পার্ক স্বপ্নপুরী সংলগ্ন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী আফতাবগঞ্জ হাটের অদূরে শুরু হতে যাচ্ছে ঐতিহ্যবাহী "ভূমিদহ মন্ডব মেলা"।
শত বছরের প্রাচীন ও ঐতিহ্যবাহী এ মেলায় প্রতি বছরই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ করা যায়।
মেলায় আগত দর্শনার্থীদের চিত্তবিনোদনের জন্য রয়েছে সার্কাস, নাগরদোলা, নৌকা ও ট্রেনসহ রয়েছে নানান ধরনের প্রদর্শনীর ব্যবস্থা।
শিশুদের আনন্দ-বিনোদনের জন্য এ-মেলায় পাওয়া যায় মাটির পুতুল, পালকি, ঘোড়া, ষাঁড়, হরিণ, হরেক রকমের ঘুড়ি, টমটম, লাটিম, গাড়ি, বল, বেলুন, বাঁশিসহ নানান রকমের খেলনা। গাঁয়ের বধূ ও কিশোরীদের জন্য মেলা থেকে কিনতে পাওয়া যায়, আলতা, স্নো, পাউডার, কাঁচের চুড়ি, নাকের নোলক, কানের দুল, চুলের ফিতা, খোপা, ক্লিপসহ দেহাবরণের জিনিসপত্র।
ঐতিহ্যবাহী "ভূমিদহ মন্ডব মেলা দিনাজপুরের লিচুর জন্য বিখ্যাত।
এছাড়াও এই মেলায় আরো পাওয়া যায়, তরমুজ সহ নানার ধরনের মৌসুমী ফল-ফলাদি।
কিতনে পাওয়া যায়, নতুন-পুরাতন মাছ ধরার বিভিন্ন রকম জাল। আরো পাওয়া যায়, কাঠের তৈরি বিভিন্ন আসবাবপত্র।
আগেকার সময়ে মেলা চলত অন্তত এক মাস ধরে। কিন্তু এখনকার সময়ে এসে এ মেলা আর এক মাস চলে না। সর্বোচ্চ, এক সপ্তাহ খানেক এ মেলার স্থায়িত্ব হয়।
একটি মন্তব্য পোস্ট করুন