
রংপুরের মিঠাপুকুর উপজেলা পরিষদের নির্বাচন আজ, মঙ্গলবার, (২১ মে, ২০২৪ইং),এই উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন, পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- চেয়ারম্যান পদে মোঃ কামরুজ্জামান, মোতাহার হোসেন মওলা ও শাহ মোঃ সাদমান ইশরাক। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নিরঞ্জন চন্দ্র মহন্ত ও আব্দুল হালিম মন্ডল এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামীমা আখতার জেসমিন ও দেলওয়ারা বেগম।
রিটার্নিং অফিসার বিকাশ চন্দ্র বর্মণ জানিয়েছেন, দ্বিতীয় ধাপের নির্বাচনে এই উপজেলায় মোট ১৫৬টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপজেলায় ৭০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ। এসকল গুরুত্বপূর্ণ প্রতিটি কেন্দ্রে পুলিশ সদস্য চারজন ও ১৪ জন আনসার সদস্য থাকবেন। তাছাড়া মিঠাপুকুর উপজেলায় ১৯ জন ম্যাজিস্ট্রেট ,৩৪টি মোবাইল টিম, ৪ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে।
এ উপজেলায় পুরুষ ভোটার ২২২১৪৭ জন, মহিলা ভোটার ২২৪২৪৫ জন, ট্রান্সজেন্ডার ভোটার ৪জন। সর্বমোট ভোটার সংখ্যা ৪৪৬৩৯৬জন।
তবে এই উপজেলায় কেন্দ্রে ভোটার উপস্থিতিই বড় চ্যালেঞ্জ। প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ হওয়ায় বিভক্ত হয়ে পড়েছেন দলীয় নেতাকর্মীরা। কাকে ভোট দেবেন সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন নেতাকর্মীরা। ভোটের মাঠে বিরাজ করছে উত্তেজনা।
তবে প্রার্থী বলেছেন দলের নেতাকর্মী ও সমর্থকরা তাদের পক্ষে কাজ করানোর জন্য আপ্রাণ চেষ্টা করছেন।
একটি মন্তব্য পোস্ট করুন