মোঃ সুজা উদ্দিনঃ
রংপুরের মিঠাপুকুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে হেলিকপ্টার প্রতীক নিয়ে ৭০৮৮২ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও মিঠাপুকুর মহাবিদ্যালয়র সাবেক ভিপি কামরুজ্জামান কামরু।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৪৬৭৫৮ ভোট।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীক নিয়ে ৫৭৭০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নিরঞ্জন মহন্ত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল হালিম উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ৫৬২৫৬ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে ৭১৮২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শামীমা আখতার জেসমিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলওয়ারা বেগম প্রজাপতি প্রতীকে পেয়েছেন ৪৩৭৫৬ ভোট।
মঙ্গলবার (২১ মে) রাত ৯টায় ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন।
উল্লেখ্য, মিঠাপুকুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বীতা করেন। এরমধ্যে চেয়ারম্যান পদপ্রার্থী শাহ সাদমান ইশরাক দুপুরে পারিবারিক কারণ দেখিয়ে উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
একটি মন্তব্য পোস্ট করুন