টি-টোয়েন্টি বিশ্বকাপ কভার করার সুযোগ পেলো মিঠাপুকুরের ছেলে পলক।

মোঃ সুজা উদ্দিনঃ


আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ ইং  কভার করার জন্য এবার ‘আমেরিকা’ যাওয়ার সুযোগ পেয়েছেন রংপুর জেলার  মিঠাপুকুরের পলক।
তাসফিক শাহরিয়ার পলক উপজেলার  ভাংনী ইউনিয়নের বেনিপুর গ্রামের ছড়াকার কামরুজ্জামান দিশারি’র ছেলে।
পলক রংপুর জিলা স্কুল-১৬ ব্যাচ ও কারমাইকেল কলেজ এইচএসসি-১৮ ব্যাচের একজন শিক্ষার্থী ছিলেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স করার পাশাপাশি ‘ক্রিকফ্রেঞ্জি’ নামের একটি অনলাইন ক্রীড়া নিউজ পোর্টালে সাংবাদিকতা করছেন।
পলক এর আগে ২০২২ সালে টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও ২০২৩ সালে ভারত বিশ্বকাপও কাভার করেছেন। পলকের বাবা কামরুজ্জামান দিশারি একজন জনপ্রিয় ছড়াকার ও সহকারী অধ্যাপক হিসেবে রংপুর মডেল কলেজে কর্মরত আছে।
ক্রীড়া সাংবাদিকতায় মিঠাপুকুর তথা রংপুরের ছেলের এমন সাফল্যে সবাই গর্বিত ।

Post a Comment

নবীনতর পূর্বতন