মোঃ সুজা উদ্দিনঃ
রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৩নং গোপালপুর ইউনিয়নের রাঙ্গাপুকুর মাদ্রাসার সামনে অটো ও মিশুক অটোগাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে অটো গাড়িতে থাকা ৪ জন যাত্রী গুরুতর আহত হন। দুজনের অবস্থা আশঙ্কাজন বলে জানা গেছে।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, রবিবার, (০৯ জুন, ২০২৪), রাত আনুমানিক ০৯ ঘটিকার দিকে উপজেলার ১৩ নং গোপালপুর ইউনিয়নের বালুয়া টু শঠিবাড়ী রোড,রাঙ্গাপুকুর মাদ্রাসার সামনে দুটি ব্যাটারি চালিত অটো গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে করে অটো গাড়িতে থাকা চার জন যাত্রী ঘটনা স্থলে গুরুতর আহত হয়।
এলাকাবাসী খবর দিলে মিঠাপুকুর থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
জানা গেছে, চার জনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজন রয়েছে।
তাৎক্ষণিক ভাবে সকলের পরিচয় জানা যায়নি।
তবে একজনের পরিচয় জানা গেছে।
গুরুতর আহত চার জনের মধ্যে এক জনের নাম মোঃ সাব্বির মিয়া (২০), পিতা, মোঃ নবিউল ইসলাম (মেকার), উপজেলার ১১নং বড়বালা ইউনিয়নের ছাড়ান গুচ্ছ গ্রামে বাড়ি।
একটি মন্তব্য পোস্ট করুন