মোঃ সুজা উদ্দিনঃ
রংপুরের মিঠাপুকুর উপজেলায় ১.৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছেন মিঠাপুকুর থানা পুলিশ। শনিবার (৮ জুন) বিকাল ৫টার দিকে উপজেলার লতিবপুর ইউনিয়নের জায়গীরহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়নের দুলাল মিয়া (৪২) এবং কাফ্রিখাল ইউনিয়নের নুর ওরফে নুরু মিয়া (৫০)।
মিঠাপুকুর থানার উপপরিদর্শক মুনিবুর রহমান সংবাদ মাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটক দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক কারবার করে আসছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দিনাজপুর, লালমনিরহাট এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে মিঠাপুকুর উপজেলার বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারি মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করে আসছে। এমন তথ্যে গোপন সংবাদের ভিত্তিতে জায়গীরহাটের কাফ্রিখাল ইউনিয়নের আলীরমোড়ের নুরু মিয়াকে ১ গ্রাম এবং লতিবপুর ইউনিয়নের দুলাল মিয়াকে ০.৫ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।
এ বিষয়ে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান,আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে মিঠাপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন