মোঃ সুজা উদ্দিন
![]() |
ছবি-ছড়ান নিউজ২৪ |
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) যুগ্ম মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ২৪ এর গণঅভ্যুত্থানের সরকার শহীদ আবু সাঈদের রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার। তাই রংপুরের উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে। এবি পার্টি জনগণের পার্টি। আমরা সবসময় জনগণের অধিকার নিয়ে আন্দোলন করে যাচ্ছি। আমরা উত্তরাঞ্চলের সুবিধা-অসুবিধা নিয়ে কাজ করছি।
রোববার (১৭ নভেম্বের) বিকেলে রংপুরের মিঠাপুকুর ফ্লাইওভার এলাকায় আমার বাংলাদেশ (এবি) পার্টির আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফুয়াদ বলেন, বাংলাদেশের প্রতিটি গণআন্দোলনে রংপুরের ভূমিকা ছিল অনন্য। বিগত আওয়ামী ফ্যাসিবাদের সময় সবচেয়ে বেশি নিপীড়িত মানুষের অঞ্চল ছিল মিঠাপুকুর। এখানে মানুষকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। এই বিপ্লবী জনপদের মানুষ কখনো আপস করেনি।
তিনি আরো বলেন, রংপুর ও মিঠাপুকুরের গণমানুষের দাবি আমরা জেনেছি। অন্তর্বর্তী সরকারের কাছে আমরা এগুলো উত্থাপন করবো।
ব্যারিস্টার ফুয়াদ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মিঠাপুকুরের গণমানুষের নেতা আব্দুল বাসেত মারজানের পক্ষে উপস্থিত জনতাকে ঈগল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
এবি পার্টির আহ্বায়ক সহকারী অধ্যাপক সাহিদার রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শাদাত হোসেন টুটুল, এবি পার্টির রংপুর জেলার আহ্বায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল বাসেত মারজানসহ বিভিন্ন নেতাকর্মীরা।
একটি মন্তব্য পোস্ট করুন