মোঃ সুজা উদ্দিনঃ
রংপুরের মিঠাপুকুর উপজেলার ০৪নং ভাংগী ইউনিয়নের হুলাশুগঞ্জ বাজারের পার্শ্ববর্তী পায়রাবতী কৃষ্ণপুর এলাকার মন্ডলপাড়া মসজিদে গত কাল রাতে চুরির ঘটনা ঘটেছে।
জানা যায়, চোরেরা মসজিদের নগদ ১৫-২০ হাজার টাকা,আজান দেওয়ার জন্য ব্যবহৃত মাইকের একটি ব্যাটারি ও একটি অযু করার জন্য ব্যবহৃত একটি পানির পাম্প চুরি করে নিয়ে গেছে।
চুরির এ ঘটনয়া পড়তে মসজিদের ইমামসহ সকল মুসল্লিরা হতভাগ হয়েছেন।
মসজিদের ইমাম, মুসল্লি ও এলাকাবাসীরা বলতেছেন, আল্লাহর ঘরে দিনের পর দিন এমন চুরি কিছুতেই মেনে নেয়া যায়। চুরি রোধে কার্যকরী ভূমিকা রাখতে আইন প্রশাসনকে সহযোগিতা করার অনুরোধ জানান।
উল্লেখ্য, মিঠাপুকুর উপজেলার ১৭টি ইউনিয়নের বিভিন্ন এলাকার মসজিদে প্রতিনিয়ত এমন চুরির ঘটনা চলছে।
একটি মন্তব্য পোস্ট করুন