মিঠাপুকুরে আবারও চুরি, অতিষ্ঠ এলাকাবাসী!


রংপুরের মিঠাপুকুর উপজেলার ১১নং বড়বালা ইউনিয়নের পূর্ব বড়বালা গ্রামে আব্দুল লতিফ মিয়ার বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গতরাতে আনুমানিক ৪:৩০ ঘটিকার দিকে তাঁর বাড়ি থেকে একটি পানি তোলার বৈদ্যুতিক মটর চুরি হয়ে গেছে।

ভুক্তভোগী আব্দুল লতিফ মিয়া জানান, রাতের শেষ দিকে তিনি শব্দ শুনতে পান। তবে বাইরে বের হওয়ার আগেই চোরেরা মটর নিয়ে পালিয়ে যায়। সকালে উঠে তিনি মটরটি দেখতে না পেয়ে বুঝতে পারেন যে সেটি চু*রি হয়েছে।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে বড়বালা ইউনিয়নসহ মিঠাপুকুর উপজেলার বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক মটর, ব্যাটারি, টিউবয়েলসহ মূল্যবান জিনিসপত্র চুরির ঘটনা ক্রমশ বাড়ছে। একের পর এক চুরির ঘটনায় এলাকাবাসী চরম উৎকণ্ঠা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
এ প্রসঙ্গে স্থানীয় একজন বাসিন্দা বলেন, "রাতে ঘুমানো যায় না, কখন কার বাড়িতে চুরি হয় সেই ভয়ে থাকি। প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না বলেই চোরের দল বেপরোয়া হয়ে উঠেছে।

এলাকাবাসীর একটাই দাবি, মিঠাপুকুর থানা পুলিশ যেন অতি দ্রুত এই চোর চক্রের মূল উৎপাটন করে এবং চুরি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। 
দ্রুত চোরদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হলে এলাকার পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

Post a Comment

নবীনতর পূর্বতন