মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নের কৃষ্ণপুর মন্ডলপাড়ায় রাস্তার বেহাল অবস্থা!



রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৩ নং গোপালপুর ইউনিয়নের কৃষ্ণপুর তেতুলবাড়ী মন্ডলপাড়া গ্রামের বাসিন্দারা তাদের চলাচলের প্রধান রাস্তাটির বেহাল দশার কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। কাঁচা এই রাস্তাটি বর্ষাকালে কর্দমাক্ত হয়ে এতটাই বিপজ্জনক হয়ে ওঠে যে, হেঁটে চলাচল করাও দুঃসাধ্য হয়ে পড়ে। শিশু, বৃদ্ধ, নারী, শিক্ষার্থী, এবং রোগীদের জন্য এটি এক বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, "গত ১৫ বছরে আমাদের এলাকায় কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। আমরা কি চিরকাল এই কাদার মধ্যেই ডুবে থাকব?"
এলাকাবাসীর ভাষ্যমতে, সামান্য বৃষ্টি হলেই পুরো রাস্তা কাদা ও পানিতে একাকার হয়ে যায়। এতে পায়ে হেঁটে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। জরুরি প্রয়োজনে কাউকে হাসপাতালে নিতে গেলেও চরম বিপাকে পড়তে হয়। 

দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চললেও ইউনিয়ন পরিষদ, উপজেলা প্রশাসন, কিংবা স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এই অবহেলা দেখে হতাশ এলাকার মানুষ প্রশ্ন তুলেছেন, "এটা কি আমাদের প্রাপ্য?

স্থানীয়রা দ্রুত এই রাস্তার বেহাল দশা থেকে মুক্তি পেতে রাস্তাটি পাকা করা বা অন্তত ইটের হেরিংবন্ড করে দেওয়ার দাবি জানিয়েছেন। তাদের মতে, শুধু কৃষ্ণপুর তেতুলবাড়ী মন্ডলপাড়া নয়, মিঠাপুকুর উপজেলার ১৭টি ইউনিয়নের বিভিন্ন এলাকার কাঁচা রাস্তাগুলোর চিত্রও প্রায় একই। ফলে পুরো উপজেলায়ই বর্ষাকালে সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়। দ্রুত এই সমস্যা সমাধানের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী এলাকাবাসীরা।


Post a Comment

নবীনতর পূর্বতন