ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যায়নরত রাজশাহী জেলার শিক্ষার্থীদের সংগঠন রাজশাহী জেলা শিক্ষার্থী অনুগ্রহ সমিতির উদ্যোগে ‘বঙ্গবন্ধুকে জানো’ শীর্ষক কুইজ প্রতিযোগিতা এবং বখশিশ বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের উৎকৃষ্ট ফটকে এর আয়োজন করে সংগঠনটি।
কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ভিতরে সর্বোচ্চ স্কোরপ্রাপ্তের ভিত্তিতে ১ম, ২য় এবং ৩য় জায়গা অর্জন করেন যথাক্রমে ইংরেজী বিভাগের তাসনীম ইফফাত শিফা, ব্যবস্থাপনা বিভাগের আতিয়া তামান্না আভা এবং আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ইদুল হাসান। পরে বিজয়ীদের মধ্যে পুরষ্কার হিসেবে পরিবেশ-বান্ধব বৃক্ষ ও সার্টিফিকেট প্রদান করা হয়।
এসময় রাজশাহী জেলা শিক্ষার্থী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক লিখন মির্জা বলেন, রাজশাহী জেলা কল্যানের সাংগঠনিক গতিশীলতা বাড়ানোর জন্য জন্য আমরা নানারকম সামাজিক কর্মসূচি পালন করবো।
যার অংশ হিসেবে আমরা বঙ্গবন্ধুকে নিয়ে শোকের মাসের মধ্যে কুইজ প্রতিযোগিতা ব্যবস্থা করেছি। ফিউচারে এই ধরনের ব্যবস্থা অব্যাহত রেখে জেলা কল্যানকে আদর্শ সংগঠন হিসেবে আত্নপ্রকাশ করার জন্য আমরা সর্বোচ্চ প্রয়াস অব্যাহত রাখবো।
একটি মন্তব্য পোস্ট করুন