নওগাঁর মান্দায় এক বাগানে পড়ে থাকা তরুণ-তরুণীর মৃতদেহ উদ্ধার

 

নওগাঁর মান্দা উপজেলায় ১টি ইউক্যালিপটাস বাগান থেকে আরিফ হোসেন ও জনি আক্তার নামের তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার প্রভাতে থানার কাঁশোপাড়া ইউনিয়নের তুলশিরামপুর এরিয়া হতে তাদের মরদেহ উদ্ধার করা হয়।


নিহত আরিফ হোসেন তুলশিরামপুর গ্রামের আব্দুল করিমের পোলা তার সাথে জনি আক্তার একই গ্রামের হাফিজুল ইসলামের মেয়ে। মান্দা উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বিষয়টি নিশ্চিত করে জানান, প্রভাতকালে তুলশিরামপুর গ্রামের একটি কাননে দু’জনের মরাদেহ দেখতে পান স্থানীয়রা। উপজেলায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে।


এসময় তাদের সাইডে পড়ে থাকা গ্যাস ট্যাবলেট তার সাথে পানির বোতল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, গ্যাস ট্যাবলেট খাওয়ায় তাদের মৃত্যু হয়ে থাকতে পারে । ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর নির্ভুল রিজন জানা যাবে

Post a Comment

নবীনতর পূর্বতন