আদিতমারীতে ঝুঁকিপূর্ণ কালভার্ট যে কোন সময় দূর্ঘটনার আশংকা

 

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলা হতে মহিষখোচা ইউনিয়নের সর্বশ্রেষ্ঠ সড়কের দক্ষিণ বত্রিশ হাজারী নাপিত পাড়া নামক স্থানে পুরাতন কালভার্টটি ঝুঁকিপূর্ণ হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। মহিষখোচা হইতে আদিতমারী উপজেলা যাওয়ার এটি একমাত্র উৎকৃষ্ট সড়ক। দীর্ঘদিন পাল্টানোর অনটনে কালভার্টের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। অধুনা কালভার্টের উপর দিয়ে চলাচল করতে গিয়ে অনেকে বিপদের সন্মূখিন হচ্ছে। এ অবস্থার প্রেক্ষিতে বিকল্প কোন পথ না থাকায়, প্রচুর যন্ত্রণা করে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে মহিষখোচা ইউনিয়নবাসী।

বিশেষ করে রাত্রিতে অন্ধকারে যারা চলাচল করছে ভ্যান, মোটরসাইকেল, অটো রিক্সা, বাইসাইকেল নিয়ে তারা হটাৎ বিপদে পড়ছে। এ বিষয়ে ৬নং ভাদাই ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান কৃষ্ণ কান্ত রায় (বিদুর) কে জিজ্ঞাসা করিলে তিনি বলেন এটা ১টি ভাল কাজ, যা অনেক দিন থেকে ঐ কালভার্টটিতে সাধারন জনগনের দূর্ঘটনা ঘটছে। কিন্তু এই কাজটি আমার অধিনে পরে না, এটা এলজিইডি আওতা ভুক্ত। কাজেই এবিষয়ে আপনি এলজিইডি কর্মকতার সাথে কথা বলেন।

এ বিষয়ে আদিতমারী থানা নির্বাহী অফিসার জি, আর, সারোয়ার বলেন এ ব্যপারে খোঁজ খবর নিয়ে দরকারী অ্যারেঞ্জমেন্ট গ্রহন করা হবে। এতে এলাকা বাসীর দাবী যারা সংশ্লিষ্ট কাজের দায়িত্বে রয়েছে তাদের দৃষ্টি মায়া করে বলছে, যে কোন দূর্ঘটনা ঘটে যাওয়ার প্রথমে কালভার্টটি সহ সড়ক পাল্টানো করে চলাচলের উপযোগি করার দাবি করছে।

Post a Comment

নবীনতর পূর্বতন