নিজস্ব প্রতিনিধি,মোঃ আখলাক মিয়া:
গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী খেলা হাডুডু এখন অনেকটাই বিলুপ্তির পথে। বিলুপ্ত এই খেলাকে টিকিয়ে রাখতে ও নতুন প্রজন্মকে উজ্জীবিত করতে রংপুরের মিঠাপুকুর উপজেলার ১১নং বড়বালা ইউনিয়নের কেশবপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রবিবার (১০সেপ্টেম্বর) বিকালে অনুষ্ঠিত হয়েছে হাডুডু খেলা।
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই হাডুডু খেলায় অংশগ্রহণ করেন রংপুর হাডুডু খেলোয়াড় একাডেমী বনাম দিনাজপুর হাডুডু খেলোয়াড় একাডেমী।
উক্ত হাডুডু খেলায় রংপুরের সর্বমোট পয়েন্ট ২৮ অপরদিকে দিনাজপুরের সর্বমোট পয়েন্ট ৩১। দিনাজপুর হাডুডু খেলোয়াড় একাডেমী ৩ পয়েন্ট ব্যবধানে জয় লাভ করেন।
দূর-দূরান্ত থেকে আসা হাজারো দর্শক খেলাটি উপভোগ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন