কুড়িগ্রামের ফুলবাড়ীতে গাঁজা সেবনের ক্রাইমে ৬ জনকে বিভিন্ন মেয়াদে ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরবেলা ফুলবাড়ী উপজেলা অ্যাসিসটেন্ট কমিশনার( ভুমি) মোছা: মলিহা খানম ভ্রাম্যমাণ বিচারালয় পরিচালনা করে উল্লিখিত সাজা প্রদান করেন।
জানা গেছে, কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের উপ- পরিদর্শক আসাদুল হকের নেতৃত্ব ১টি টিম উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের চোত্তাবাড়ী অঞ্চলে অভিযান চালান। এসময় গাঁজা সেবনরত অবস্থায় ৬ জনকে তারা হাতেনাতে আটক করে গাঁজা সেবনের উপাদান করেন।
পরে অ্যাসিসটেন্ট কমিশনার( ভুমি) মোছা: মলিহা খানম ভ্রাম্যমাণ কোর্ট পরিচালনা করে থানার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রামের সামছুল হকের পোলা বাবলু মিয়ার (৫০) ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা জরিমানা, বাবলুর ছেলে রুবেল আহমেদের(৩০) ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা, একই গ্রামের বাবুল হোসেনের ছেলে ফারুক মিয়ার (২৫) ১০ দিনের জেল ও ২০০ টাকা জরিমানা, মৃত ওসমান গনির ছেলে মিন্টু মিয়ার (৪০) ১০ দিনের জেল ও ২০০ টাকা জরিমানা, মৃত আব্দুস সাত্তারের ছেলে রফিকুল ইসলামের(৫০) ২ দিনের হাজত ও ২০০ টাকা জরিমানা এবং উপজেলার কুটিচন্দ্রখানা গ্রামের সামছুল হকের ছেলে শাহাজাহান আলীর (৪৬) ১০ দিনের হাজত ও ২০০ টাকা জরিমানা করেন।
এ প্রসঙ্গে সহকারী কমিশনার( ভুমি) মলিহা খানম বলেন, আটককৃতরা গাঁজা সেবনরত সিচুয়েশনে শান্তি শৃঙ্খলা বিনষ্ট করে। একারণে ভ্রাম্যমান আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা সংগ্রহ করে।
(তথ্য ও পিকচার সংগ্রহীত)

একটি মন্তব্য পোস্ট করুন