শাজাহানপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের ফাইনাল

 


বগুড়ার শাজাহানপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাইমারি বিদ্যালয় ফুটবল টুর্নামেণ্টের উপজেলা অবস্থায় ফাইনাল ম্যাচ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সাজাপুর পদ্মপকুর সরকারি প্রাথমিক স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। 


বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে ৪-২ গোলে কামারপাড়া সরকারী প্রাইমারি স্কুল দলকে হারিয়ে বেজোড়া সরকারি প্রাইমারি বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার  অর্জন করে। 


অপরদিকে বঙ্গবন্ধ শেখ ফজিলাতুন নেছা গোল্ডকাপ ফুটবলে জৈয়ন্তীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে হারিয়ে রামচন্দ্রপুর বালিকা সরকারি প্রাথমিক স্কুল চ্যাম্পিয়ন হয়েছে। টুর্নামেণ্ট শেষে উপহার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার আপ টিমের হাতে প্রাইজ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানম।


উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: আব্দুল কাইয়ুম এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অথিতি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা। অন্যান্যের ভিতরে অংশ নেন শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি সাজেদুর রহমান সবুজ, সহকারি থানা শিক্ষা অফিসারবৃন্দ, ইউআরসি’র ইন্সট্রাক্টর মহিদুল ইসলাম, বিভিন্ন প্রাইমারি বিদ্যালয়ের হেড মাষ্টার ও সহকারি শিক্ষকবৃন্দ, নেতা জুলফিকার আলী, তায়েজুল ইসলাম, তানভীর আহম্মেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন লাভলী আক্তার, আতিকুর রহমান, রোজী আক্তার প্রমুখ।

Post a Comment

নবীনতর পূর্বতন