রংপুর সিটি কর্পোরেশনে ৩দিন ব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উদযাপন শুরু

উত্তরবাংলা ২৪বিডি ডেস্ক:

বর্ণাঢ্য র্যালি এবং বেলুন উড়িয়ে আলোচনা সভা ও সাংস্কৃুতিক অনুষ্ঠানের ভিতরে দিয়ে রংপুর সিটি কর্পোরেশন ৩দিন জুড়ে জাতীয় স্থানীয় রাষ্ট্রশাসক বিভাগ দিবস উদযাপন আরম্ভ করেছে।

রবিবার  (১৭ সেপ্টেম্বর) সকাল বেলা ১০টায় রংপুর সিটি কর্পোরেশন চত্ত্বর থেকে দিবসটি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নগরির সেরা অতুলনীয় সড়ক প্রদক্ষিণ শেষে সিটি কর্পোরেশন চত্ত্বরে সম্পন্ন হয়। তারপর বেলুন উড়িয়ে আলোচনা সভা আরম্ভ হয় তার সঙ্গে সভা শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের চালু হয়।

রংপুর সিটি কর্পোরেশনে সচিব জনাব উম্মে ফাতিমার সভাপতিত্বে অনুষ্ঠানে সর্বশ্রেষ্ঠ মেহমান ছিলেন প্যানেল মেয়র তৌহিদুল ইসলাম। রংপুর সিটি কর্পোরেশনের সকল কাউন্সিলরবৃন্দ, সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সকল আয়োজনে উপস্থিত ছিলেন।

Post a Comment

নবীনতর পূর্বতন