মিঠাপুকুরে ভারী বর্ষণে ভেঙ্গে গেছে রাস্তা,দুই ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন।

 উত্তরবাংলা ২৪বিডি ডেস্কঃ

রংপুরের মিঠাপুকুর থানার বালুয়া মাসিমপুর ইউনিয়নে ছড়ান বাজার টু শঠিবাড়ী রোড 'কৃষি ব্যাংক' বালুয়া মাসিমপুর শাখা সংলগ্ন পাকা পথ ভেঙ্গে যাওয়ার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। 

ইতিমধ্যে, মিঠাপুকুর উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন বলে জানা গেছে । 

রবিবার (২৪ সেপ্টেম্বর) সারাদিনব্যাপী মিঠাপুকুর  উপজেলাসহ রংপুর জেলায় প্রচুর বৃষ্টি হয়। অবিরাম বর্ষণে জনজীবন নিষ্ফল হয়ে পড়েছে।সেই সঙ্গে, থানার বিভিন্ন অঞ্চল তড়িৎ সংযোগ  বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে । 

অন্যদিকে, জেলার আমন ধানক্ষেতসহ সবজিক্ষেতের বিপুল লস হয়ে গিয়েছে বলে কৃষি প্রসারণ সেক্টর সূত্রে জানা গেছে ।

রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, গত ১২ ঘণ্টায় রংপুরে বৃষ্টিপাত রেকর্ড করা হয়ে গিয়েছে ১৬২ মিলিমিটার।

Post a Comment

নবীনতর পূর্বতন