মিঠাপুকুরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপরেই উল্টে গেল যাত্রীবাহি বাস,নিহত-১

উত্তরবাংলা ২৪বিডি ডেস্ক:

রংপুরের মিঠাপুকুরে নিয়ন্ত্রণ হারিয়ে পথের ওপরে উল্টে  গিয়ে ঘটনা ঘটনাস্থলই একজন নিহত হয়েছেন।


সরেজমিনে জানা যায়, রংপুরের মিঠাপুকুর উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের বৈরাগীগন্জ,পায়রাবন্ধ নামক এরিয়ায় সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকালে ১টি যাত্রীবাহি বাসের সামনের চাকা বাষ্ট হয়ে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পথের ঊর্ধ্বে  উল্টে গেলে ঘটনাস্থলই একজন নিহত হয়েছেন। অপর দিকে প্রায় ১০ জন যাত্রী আঘাতগ্রস্থ হয়েছেন। আহতদের উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা শরীর কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ ডাক্তারখানায় ভর্তি করা হয়েছে।

স্থানীয় লোকজন, সঙ্গে সঙ্গে মিঠাপুকুর ফায়ার সার্ভিসকে ফোন করলে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনা স্টলে উপস্থিত  হয়ে উদ্ধার কার্যক্রম চালু করেন । 

স্থানীয়দের বরাতে জানা যায়,দিনাজপুরের ফুলবাড়ি হতে এম কে স্পেশাল (রংপুর-জ ০৪-০০২৪) নামের যাত্রীবাহী বাসটি রংপুরের উদ্দ্যেশে গমন করে ছিল। মিঠাপুকুরের বৈরাগীগঞ্জ নামক অঞ্চলে পৌঁছা মাত্র চাকা বাষ্ট হয়ে মহাসড়কের পাশে আইল্যাডে আঘাতপ্রাপ্ত হয়ে উল্টে যায়। 

এ ঘটনায় ঘটনাস্থলে গাড়ির হেলপার মোবারুল ইসলাম (৩০) নামে একজন মারা যায়। মোবারুল ইসলাম রংপুর সিটি কর্পোরেশনের দেওডোবা এলাকার গোলজার হোসেনের ছেলে। 

এ ব্যপারে মিঠাপুকুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ওয়ার হাউজ ইন্সপেক্টার রবিউল ইসলাম জানান,বাস দূর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক আমরা ঘটনাস্থলে যাই। সেখানে উল্টো পড়ে থাকা বাস হতে একজনের মরাদেহ উদ্ধার করি। আহতদের স্থানীয়রা চিকিৎসার জন্য ডাক্তারখানায় প্রেরণ করা হয়।

Post a Comment

নবীনতর পূর্বতন