কুড়িগ্রামে ০৯ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক কারবারি আরিফুল গ্রেফতার।

নাগেশ্বরী থানা পুলিশ কর্তৃক অদ্য  ১১ সেপ্টেম্বর ২০২৩ তারিখ সকাল বেলা আনুমানিক ৬.৪৫ ঘটিকার টাইম নাগেশ্বরী থানাধীন সন্তোষপুর ইউনিয়নের ধনী গাগলা মৌজাস্থ মফিজ মোড়ের পাকা রাস্তার ওপর হতে পশ্চিম রামখানা (সিন্দুরমতি মিস্ত্রিটারী) গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ আরিফুল ইসলাম (৩৩)'কে ফাইবার ক্যাবল দিয়ে পেঁচানো বিশেষ কায়দায় ফিটিংকৃত ০৯ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে নাগেশ্বরী থানার ১টি চৌকস টিম।


কুড়িগ্রাম জেলা পুলিশের গণমাধ্যম মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত কারবারির বিপক্ষে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত হেল্প প্রত্যাশা করি।

(তথ্য ও ফটো সংগ্রহীত)

Post a Comment

নবীনতর পূর্বতন