উত্তরবাংলা ২৪বিডি ডেস্ক:
আমেরিকার শতকরা মাত্র তিন ভাগ নাগরিক তাদের রাষ্ট্রের জন্য বয়োবৃদ্ধ প্রেসিডেন্ট চায়। পিউ গবেষণা সেন্টার পরিচালিত এক জনমত জরিপের ফলাফলে এই তথ্য উঠে এসেছে।
জরিপে অংশ নেয়া লোকজনের প্রায় সবাই বলেছে, তারা তাদের দেশের জন্য এইরকম প্রেসিডেন্ট চায় যাদের বয়স ৫০-এর কোঠায় থাকবে।
জরিপে অংশ নেয়া লোকজনের মধ্যে শতকরা মাত্র তিন ভাগ সত্তর কিংবা তার উপরি বয়সের কোন প্রার্থীকে প্রেসিডেন্ট হিসেবে গ্রহণ করার জন্য রেডি রয়েছে। আমেরিকার সাম্প্রতিক প্রেসিডেন্ট জো বাইডেনের বয়স ৮০ বছর। আগামী ইলেকশনে তার অতুলনীয় প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। তার আধুনিক বয়স ৭৭ বছর।
জনমত জরিপ পরিচালনাকারী জানিয়েছেন, এই জরিপ পরিচালনার সময় জো বাইডেন কিংবা ট্রাম্পের নাম উল্লেখ করা হয়নি। যদিও অংশগ্রহণকারী লোকজনের কাছে শুধুমাত্র জানতে প্রার্থনা হয়েছে তারা কোন বয়সের প্রেসিডেন্টকে বহু পছন্দ করে।
মার্কিন নাগরিকরা উদাহরণসরূপ অধিক বয়সের প্রেসিডেন্টকে পছন্দ করছে না, তেমনি তারা কম বয়সী প্রেসিডেন্ট গ্রহণ করতেও রাজি নয়। এই জরিপে অংশ নেয়া মাত্র শতকরা তিনভাগ লোক জানিয়েছে, তারা ৩০ বছর বয়সী প্রেসিডেন্ট চায়। মার্কিন সংবিধান অনুযায়ী ৩৫ বছরের তলে কোনো মানুষ আমেরিকার প্রেসিডেন্ট থেকে পারবেন না।
(তথ্য ও ছবি সংগ্রহীত)

একটি মন্তব্য পোস্ট করুন