একুশে পদক বিজয়ী জিয়াউল হককে সংবর্ধনা জানিয়েছে বসুন্ধরা শুভসংঘ।


মোঃ সুজা উদ্দিনঃ

একুশে পদক বিজয়ী জিয়াউল হককে সংবর্ধনা 

একুশে পদক বিজয়ী জিয়াউল হককে শুভসংঘ সংবর্ধনা দেয়।
একুশে পদক প্রাপ্ত সাদামন জিয়াউল হককে ভাষার মাসে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা চত্বরে বরণ অনুষ্ঠানকে ঘিরে উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়। আহসান হাবীবের সভাপতিত্বে কালের কণ্ঠের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএফএম আবু সুফিয়ান, শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, ম্যাঙ্গো ফাউন্ডেশনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, বসুন্ধরা শুভসংঘের মাসুদ রানা, নারী উদ্যোক্তা ও জামায়াত নেতারা উপস্থিত ছিলেন। হাবিবুর রহমান ও আফরোজা চৌধুরী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
এ উপলক্ষে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ফ ম আবু সুফিয়ান, শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা সম্মাননা ব্যাজ ও ফুল দেন।
অনুষ্ঠানে জিয়াউল-উল-হক বলেন, “১৯৭১ সালে আমি যখন চট্টগ্রামে পাকিস্তান সেনাবাহিনীতে চাকরি করছিলাম, যখন যুদ্ধের ঘণ্টা বেজে উঠল, আমি চাকরি ছেড়ে দিয়ে 22 দিনের মধ্যে 587 কিলোমিটার হেঁটে বাড়ি ফিরে আসি। আমার বাবা ষষ্ঠ শ্রেণিতে বই কিনে 1 টাকা 2 রোজগার করতে না পারায় আর স্কুলে যেতে হবে। সেদিন থেকে আমি মনস্থির করেছিলাম গরিব মানুষদের যথাসম্ভব বই কিনতে সাহায্য করব। অনেক দিন পর, আমি যতটা সম্ভব বই কিনে একটি লাইব্রেরি তৈরি করেছি।আমার লাইব্রেরিতে প্রায় 20,000টি বই এবং প্রায় 30টি সম্মানের ব্যাজ রয়েছে।চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার মুসরিভুজা গ্রামের জিয়াউল হক চাঁপাইনবাবগঞ্জ জেলার চতুর্থ ব্যক্তি হিসেবে একুশে পদক পেয়েছেন। 1969 সাল থেকে তিনি "জিয়াউল হক কম্প্রিহেনসিভ লাইব্রেরি" নির্মাণ করেন।জিয়াউল হকের হোম লাইব্রেরিতে ২০ হাজারের বেশি বই রয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন