আমি একজন ক্ষুদ্র সংবাদকর্মী!


আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আল্লাহর নিকট দোয়া করি সকলেই যেন ভালোই থাকে সবসময়।
আমি মোঃ সুজা উদ্দিন। হয়তোবা অনেকই চিনেন আমাকে। এই "ছড়ান নিউজ ২৪" এর প্রতিষ্ঠাতা আমি। সেই ২০১৪ সালের দিকে "ছড়ান নিউজ২৪" এর ফেসবুক পেজটি তৈরি করেছিলাম। দীর্ঘ ৮-৯ বছর ধরে এই পেজের মাধ্যমে স্থানীয় সংবাদ গুলো প্রতিনিয়ত তুলে ধরার চেষ্টা করছি আমি। আপনারও অনেক ভালোবাসা দিয়েছেন আমাকে এটার জন্য।

এই পেজের মাধ্যমেই সাংবাদিকতা করার ইচ্ছা জাগে মনে। তারাই ধারাবাহিকতায়, পড়াশোনা শেষ করে প্রাথমিকভাবে একটি জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে  প্রবেশ করি সাংবাদিক নামক এই জগতটিতে।
জাতীয় পত্রিকা ও অনলাইন পত্রিকা সহ বেশ কয়েকটি পত্রিকাতে কাজ করতেছি।

মূলত, সাংবাদিক নামটি শুনলেই অনেকের মনে অনেক ধরনের কৌতুহল জেগে ওঠে !  কি কাজ সাংবাদিকদের! কতটুকু  উপকারে আসবে সাংবাদিকতা  নামক এই পেশাটি দেশ,মানুষ তথা সমাজের।
কতটুকু সাংবাদিকতা পেশাটিকে শুদ্ধি  রাখতে পেরেছে সাংবাদিকেরা । অন্যায় জুলুম আর এই অনাচারের পৃথিবীতে  কতটুকু সাহসিকতার পরিচয় দিতে পেরেছে সাংবাদিকরা! নানান রকম প্রশ্ন ও হাজারো উত্তর রয়েছে এসবের ।

ভালো, সাংবাদিকরা হলেন জাতির বিবেক, সমাজের দর্পণ। সাংবাদিকরা সমাজের সব অনাচার, অনিয়ম, অভাব, অভিযোগ, উন্নয়ন ও সম্ভাবনা তুলে ধরার মাধ্যমে দেশকে দুর্নীতিমুক্ত করে এগিয়ে নিতে সাহায্য করেন।জাতি সেই সাংবাদিকতাই দেখতে চায় সব সময়। সবমিলিয়ে সাংবাদিকতা পেশা একটি  মহৎ পেশা !  যদি এই পেশায় সাহসিকতার সাথে সততা নিয়ে কাজ করা যায় , তবে নিঃসন্দেহে সে সমাজের একজন সৈনিক । যে সৈনিক কাজ করবে অন্যায়ের বিরুদ্ধে, যে সৈনিক রুখে দাঁড়াবে জুলুমের বিরুদ্ধে, যে সৈনিক কাজ করবে মানুষের জন্য, দেশের জন্য।

আমি একজন ক্ষুদ্র  সংবাদকর্মী হিসেবে, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয়, বিজ্ঞানভিত্তিক, উদ্ভাবনীমূলক মোটকথা সমসাময়িক চলমান সব ঘটনাপ্রবাহকে সঠিকভাবে বিশ্লেষণ করে সবার সামনে তুলে ধরার চেষ্টা করছি।

সকালের নিকট দোয়া কামনা করছি। আগামীর দিন গুলোতে আরো ভালো কিছু নিয়ে আসতেছি ইনশাআল্লাহ।

লেখাটি শেষ পর্যন্ত পড়ার জন্য ধন্যবাদ।

Post a Comment

নবীনতর পূর্বতন