ছড়ান নিউজ২৪ ডেস্কঃ
রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়ন এর পূর্ব বড়বালা গ্রামে আগুনে পুড়েছে কৃষকের খড়ের পালা। এতে গো-খাদ্যর সংকটে পরেছে ওই ভুক্তভোগী কৃষক।
রবিবার, (২৩ ফেব্রুয়ারী, ২০২৫),দিবাগত রাতে উপজেলার ১১নং বড়বালা ইউনিয়নের পূর্ব বড়বালা গ্রামের মোঃ সামছুল ইসলামের খড়ের পালায় আগুন লেগে যায়। তবে কিভাবে আগুনের সূত্রপার হলো কিংবা দূর্বৃত্তরা আগুন লাগালো কিনা তা সঠিক জানা যায়নি। আগুনে তার সব খড় পুড়ে ছাই হয়ে গেছে। এতে অনেক টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
খড়ের পালায় আগুন জ্বালা দেখতে পেয়ে লোকজন মিঠাপুকুর ফায়ার সার্ভিসকে বিষয়টি জানায়, পরে মিঠাপুকুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনা স্থলে উপস্থিতি আগুন নিয়ন্ত্রণে আনে।
একটি মন্তব্য পোস্ট করুন