রংপুর জেলার দর্শনীয় স্থান সমুহ



রংপুর জেলা উত্তর জনপদের একটি গুরুত্বপূর্ন জেলা। রংপুর জেলায় বিভিন্ন স্থানে আছে বেশ কিছু  দর্শনীয় স্থান। মানুষ কাজের ফাঁকে, পিকনিকে, পরিবার নিয়ে ঘুরতে এ সকল দর্শনীয় স্থান গুলো ব্যবহার করে থাকে। চলুন জেনে নেই রংপুর জেলার দর্শনীয় স্থানের নামগুলো।
রংপুরে ঘুরে দেখার মত কিছু স্থানঃ

১। তাজহাট জমিদার বাড়ি
২। পায়রাবন্দ জমিদার
৩। ইটাকুমারী জমিদারবাড়ি
৪। দেওয়ানবাড়ির জমিদারবাড়ি
৫। গোপালপুর জমিদার বাড়ী
৬। দেবী চৌধুরাণীর রাজবাড়ি
৭। পীরগাছা রাজবাড়ি (মন্থনা জমিদার বাড়ি)
৮। বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র
৯। হাতী বান্ধা মাজার শরীফ
১০। কেরামতিয়া মসজিদ ও মাজার
১১। মিঠাপুকুর তিন কাতারের মসজিদ
১২। ঝাড়বিশলা (কবি হেয়াত মামুদের সমাধি)
১৩। দক্ষিন মমিনপুর জহুরিয়া বুড়া মসজিদ
১৪। খান চৌধুরী মসজিদ
১৫। মান্দ্রাইন পূর্বপাড়া পাকি জামে মসজিদ
১৬। কলি আমিন ও দলি আমিন হেলা জামে মসজি
১৭। মিঠাপুকুর মসজিদ
১৮। তনকা প্রাচীন মসজিদ
১৯। লালদীঘি নয় গম্বুজ মসজিদ
২০।শতবর্ষী বটগাছ
২১। চিকলির বিল
২২। ধুম নদী বিল
২৩। সদ্যপুষ্করিণী দিঘী
২৪। নান্দিনার দিঘী
২৫। মিঠাপুকুর দিঘী
২৬। রংপুর টাউন হল
২৭। রংপুর কারমাইকেল কলেজ
২৮। শাশত বাংলা (মুক্তিযুদ্ধ জাদুঘর)
২৯। লাহিড়ীরহাট বধ্যভূমি
৩০। সাহাবাজপুর বৌদ্ধনাথের ধাম (শিবমন্দির)
৩১। মাঠের পাড় শিব মন্দির
৩২। মিঠাপুকুর বেনুবন বৌদ্ধ বিহার
৩৩। তিস্তা নদীর উপর নির্মিত গ্রোয়েন বাঁধ
৩৪। বদরগঞ্জে সাপের গ্রাম
৩৫। ভিন্নজগত
৩৬। রংপুর চিড়িয়াখানা
৩৭। মায়া ভূবন পার্ক
৩৮। অবসর পার্ক
৩৯। প্রয়াস সেনা বিনোদন পার্ক
◾ উপরে উল্লেখিত স্থান সমুহ ছাড়াও আরও অনেক সুন্দর সুন্দর স্থান রয়েছে বা থাকতে পারে। 

◾রংপুর জেলার বিভিন্ন স্থানজুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে এ দর্শনীয় স্থানগুলো। আমরা রংপুরবাসী হয়তো এগুলোর অনেক জায়গায় ঘুরতে গেছি কিন্তু যারা অন্য জেলার মানুষ তারা কিন্তু রংপুরের দর্শনীয় জায়গা সম্পর্কে জানে না। তাই ভ্রমন পিপাষু সকল লোকদের জন্য আজকের একই পোস্ট। আপনারা অবশ্যই রংপুর জেলার দর্শনীয় স্থানগুলো ঘুরে আসতে ভুলবেন না।

Post a Comment

নবীনতর পূর্বতন