![]() |
তথ্যসূত্র ও ছবি সংগ্রহিত |
দিনাজপুরের বিরামপুরে ইজিবাইক ও ট্রাকের সামনা সামনি সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ব্যতীত আহত হয়ে গিয়েছে আরও চারজন। বৃহস্পতিবার (২৪আগস্ট) বিকাল ০৫ টার দিকে বিরামপুর-দিনাজপুর মহাসড়কের বিরামপুর পৌর শহরের ঘোড়াঘাট রেলঘুমটি সংলগ্ন রিভান্স গ্যাস পাম্পের সম্মুখে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-আব্দুর রহমান (৫৬)। তিনি বিরামপুর থানার ৪ নম্বর দিওড় ইউনিয়নের বিশাল বাইলশিরা গ্রামের আব্দুল মালেকের ছেলে। অপরজন ছোট্ট শিশু সিয়াম (৪)। সে বিরামপুর পৌর শহরের দোশরা পলাশবাড়ী মহল্লার সুলতান মিয়ার ছেলে।
আহতরা হলেন-বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের সুবিশাল বাইলশিরা গ্রামের আকবর আলীর পোলা ইজিবাইক চালক কবির হোসেন (৪০), কবির হোসেনের পত্নী ফাতেমা (৩২), তার মেয়ে ছোট্ট শিশু আয়শা সিদ্দিকা (১০ মাস) এবং একই গ্রামের মৃত কেরামতের ছেলে আব্দুল মতিন (৫৫)।
জানা যায়, বৃহস্পতিবার বিকেলে বিরামপুর পৌর শহরের ঘোড়াঘাট রেলঘুমটি সংলগ্ন রিভান্স গ্যাস পাম্পের সামনে যাত্রীবাহী ইজিবাইকের সঙ্গে দিনাজপুরগামী ১টি ট্রাকের সম্মুখীন হয়। এতে ইজিবাইকের যাত্রী আব্দুর রহমান ঘটনাস্থলে মারা যান।
পরে স্থানীয়রা সাংঘাতিক আঘাতগ্রস্থ পাঁচজনকে উদ্ধার করে বিরামপুর থানা দেহ কমপ্লেক্সে ভর্তি করান। কর্তব্যরত ডাক্তার আহতদের প্রাইমারি সেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ ও ডাক্তারখানায় পাঠান। রংপুর যাওয়ার সময় পথেই ছোট বাচ্চা সিয়াম মারা যায়।
বিরামপুর উপজেলার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) সুব্রত কুমার গভর্নমেন্ট ঘটনার সত্যতা শিওর করে বলেন, ট্রাকের চালক ও হেলপারসহ ট্রাকটি জব্দ করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন