নাটোরে ধ,র্ষ,ণ চেষ্টার মা,মলায় ২ জনের ২৪ বছর করে সশ্রম কারাদণ্ড

নাটোরের লালপুরের ১টি ধর্ষণ ট্রাই মামলায় আঃ রহমান তার সাথে হাসমত আলী নামের দুইজনকে ২৪ বছর করে সশ্রম কারাদণ্ড তার সাথে ৪০ হাজার টাকা করে জরিমানার নির্দেশ দিয়েছে রমণী ও বাচ্চা লাঞ্ছনা দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম। বৃহস্পতিবার(২৪শে আগস্ট-২৩)দুপুরে পৃথক দুইটা ধারায় ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড এবং দশ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।রায়ে উভয়কে ৪০ হাজার টাকা করে জরিমানাও করা হয়।


মামলার সূত্রে জানা যায় ২০০৭ বছরের ১৬ নভেম্বর লালপুর থানার সাদীপুর এলাকার মামলার বাদিনী তার বাড়ির পাশে মাঠে ছাগল চড়াতে যান।এ সময় সেইম এলাকার রহমান এবং হাসমত আসামী তাকে নিঃসঙ্গ পেয়ে মুখ চেপে ধরে আখ ক্ষেতের মধ্যে নিয়ে যায়। ওই স্থান মুখে কাপড় ঢুকিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।এর মধ্যেই বাদিনী মুখের পোশাক সরিয়ে চিৎকার দিলে লোকজন ছুটে আসে তাকে উদ্ধার করতে। এ সময় দুই  হাসমত এবং রহমান সেখান হতে পালিয়ে যায়।

এরপর বাদিনী ভিকটিম এলাকার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে অভিযোগ দিলে বিষয়টি মীমাংসার ট্রাই করেন চেয়ারম্যান।কিন্তু আসামিরা তাতে সায় না দেয়ায় ভিকটিম পরবর্তীতে মানবী ও বাচ্চা উপদ্রব দমন ট্রাইব্যুনালে অভিযোগ দেন। দীর্ঘ ১৬ বছর পর বিচারালয় তাদের অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। জরিমানার এই টাকা ভিকটিম প্রাপ্ত হবেন। সেই সঙ্গে সাজা একটা শেষ হয়ে আরেকটা চলবে।

Post a Comment

নবীনতর পূর্বতন