স্পোর্টস ডেস্ক:
স্পেনের বিশ্বকাপ জয়লাভকারী মহিলা দলের ফরোয়ার্ড জেনি হারমোসোকে চুমু দিয়ে প্রবল সমালোচনার মুখে পড়েন দেশটির ফুটবল ফেডারেশন অতুলনীয় লুইস রুবিয়ালেস। তার পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে ওঠে স্পেন। এইরকম অবস্থায় টেকা দায় বুঝতে পেরে পদত্যাগ করেছেন তিনি।
৩৩ বছরের হারমোসো জানান, চুমুটা পারস্পরিক সম্মতিতে হয়নি। মঙ্গলবার ১টি আইনি অভিযোগও দায়ের করেন তিনি।
শুরুর দিকে পদত্যাগের দাবি আমলে নেননি রুবিয়ালেস। ফিফার আরোপিত ৯০ দিনের নিষেধাজ্ঞার পর হারমোসোর আইনি যুদ্ধে অংশগ্রহণের পর চাকরি থেকে ত্যাগ দিলেন তিনি।
একটি টিভি শোতে পিয়ার্স মরগ্যানকে রুবিয়ালেস বলেন, 'আমি আমার কাজ চালিয়ে যেতে পারি না।' সাম্প্রতিক ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট পেদ্রো রোচার নিকট পদত্যাগপত্র জমা দেওয়ার কথা বলেন তিনি।
উয়েফার নির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্টের পদ থেকেও সরে দাঁড়ানোর কথা জানান রুবিয়ালেস।
(তথ্য সূত্র সংগ্রহীত)

একটি মন্তব্য পোস্ট করুন