কুড়িগ্রামে কীটনাশক প্রয়োগে প্রায় ১০ মণ মাছ নিধনের অভিযোগ

 উত্তরবাংলা ২৪বিডি ডেস্কঃ

কুড়িগ্রাম সদরে  রাতের আঁধারে এক গরীব  কৃষকের দিঘিতে কীটনাশক ছিটিয়ে প্রায় ১০’মন বিভিন্ন জাতের মাছ নিধন করলেন দুর্বৃত্তরা।

গত (১৮সেপ্টেম্বর)  সোমবার দিবাগত রাতে ২নং হলোখানা ইউনিয়নের চরসুভারকুটি গ্রামের খোকন মিয়ার জলাশয়ে এই মাছ কীটনাশক দিয়ে নিধন করেন দুর্বৃত্তরা।

এ ব্যপারে খোকন মিয়ার বিবি আরজিনা বেগম বলেন, গতকাল রাত ৩ ঘটিকার দিকে টয়লেট যাওয়ার জন্য ঘরের বাইরে বাহির হই। সেই সময় দেখি আমার পুকুরপাড়ে লাইট জ্বলতেছে।

লাইট জ্বলতে দেখে আমার হাতে থাকা টর্চ লাইট পুকুরের দিকে জ্বালাই। আমি লাইট জ্বালানোর সাথে সাথে আমার বাড়ির সাইডের নজরুল মিয়া নামের একলোক তার হাতে থাকা জাল ও বস্তা নিয়ে দৌড় দিয়ে পালিয়ে যায়। রাত অগাধ হওয়ায় আমার চিল্লাচিল্লি কেউ শোনে না। একারণে কক্ষে শুয়ে পড়ি। সকালে উঠে দেখি জলাশয়ের মাছ সব মরে রয়েছে ।

তিনি আরো জানান, নজরুল আমার দিঘিতে  বিষ দিয়ে মাছ গুলো মেরে ফেলেছে আমি তার বিচার চাই।

পুকুরের মালিক খোকন নিয়ে জানান, আমার পুকুরের মাছ বিক্রির যোগ্য হয়েছে তার সাথে আমি বিক্রির জন্য মাঝির সাথে কথা বলেছি দুই একদিনের মধ্যে তারাই এসে মাছ ধরবে।

তিনি আরো জানান, আমার শাশুড়ি অসুস্থ থাকার কারণে আমি গতরাতে বাড়িতে না হতে শ্বশুরবাড়িতে ছিলাম। সেই সুযোগে নজরুল আমার দিঘিতে বিষ দিয়ে মাছ মেরে ফেলেছে।

কুড়িগ্রাম সদর উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. মাসুদুর রহমান ব্যাপারটা শিওর করে  জানান, মৎস্য চাষির অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠাইছি। তদন্ত সাপেক্ষে আইনি অ্যারেঞ্জমেন্ট নেওয়া হবে।

(তথ্য সূত্র সংগ্রহীত)

Post a Comment

নবীনতর পূর্বতন