মাত্র ৯৯৯ টাকায় দুর্ধর্ষ ফিচার ফোন নিয়ে হাজির

উত্তর বাংলা ২৪বিডি ডেস্কঃ

নোকিয়া  এইচএমডি গ্লোবালের মালিকানাধীন নকিয়া আধুনিক ফিচার ফোন বাজারে এনেছে। মডেল নকিয়া ১০৫ ক্লাসিক। এই ফোনটির দাম এক হাজার টাকার নিচে। নকিয়ার ফিচার ফোনটি চারকোল আর নীল রঙে কিনতে পারবেন। 

এই টুজি ফিচার ফোনটির বিক্রি ইতিমধ্যেই আরম্ভ হয়ে গিয়েছে। ফোনটি চারটি ভ্যারিয়েন্টে এসেছে। এর মধ্যে আছে সিঙ্গেল সিম, চার্জার সহ ডুয়াল সিম আর চার্জার ছাড়া সুবিধা। নতুন এই ফিচার ফোনে আপনি কীবোর্ড আর পেমেন্ট অ্যাপ্লিকেশনের সুবিধা পাবেন। নকিয়ার ফোনটি সেইসব ব্যবহারকারীদের জন্য যারা কম টাকায় একটি ফোন রাখতে চান। ফোনটি কিনলে কোম্পানির পক্ষ থেকে এক বছরের নিশ্চিত রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন। নকিয়া ১০৫ ক্লাসিক ফোনে একটি চমৎকার এর্গোনমিক ডিজাইন রয়েছে। ফ্যানটিতে ৮০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে। এটি একটি টুজি ফিচার ফোন। তবু এতে আপনি অনেক ফিচার পেয়ে যাবেন।

(সংগ্রহীত)

Post a Comment

নবীনতর পূর্বতন