মোঃ সুজা উদ্দিনঃ
রংপুরের পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ি বাজারের চারমাথা মোড় সংলগ্ন সাবেক সিনেমা হলের স্থানে, শুক্রবার (১৫ ডিসেম্বর) "বাগান বিলাস হোটেল" এর শুভ উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে।
সেই সঙ্গে, "বাগান বিলাস হোটেল" কর্তৃপক্ষ ৭দিন ব্যাপী খাবারের মেলার আয়োজন করেছে।
হোটেল উদ্ধোধন উপলক্ষ্যে লাকী কুপন সহ, মাত্র ২শত টাকার বিনিময়ে, গুরুর মাংস অথবা হাঁসের মাংসের সাথে, আনলিমিটেড ভাতের ব্যাবস্থা করেছে হোটেল কর্তৃপক্ষ ।
খাবারের এই মেলা চলবে শুক্রবার (১৫ ডিসেম্বর) থেকে ২১ ডিসেম্বর বৃহস্পতিবার পর্যন্ত ।।
বাগান বিলাস হোটেল কর্তৃপক্ষ, সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন ।।
✴️ বাগান বিলাস হোটেল ✴️
স্বত্বাধিকারী : মোঃ মাহাবুব আলম।
ভেন্ডাবাড়ি বাজার, চারমাথা মোড় সংলগ্ন, সাবেক সিনেমা হলের স্থান। পীরগঞ্জ,রংপুর।।
ইউটিউব ভিডিও -
https://youtu.be/Fo5wSeIDBDs?si=wvsNp3T9S0W8UgDR
একটি মন্তব্য পোস্ট করুন