মোঃ সুজা উদ্দিন
রংপুরের মিঠাপুকুর উপজেলার ১০নং বালুয়া মাসিমপুর ইউনিয়নের হেলেঞ্চা নামক এলাকায় পহেলা বৈশাখ উপলক্ষে প্রতিবছর "চরকের মেলা" নামে একটি মেলা বসে। শনিবার, (১৩ এপ্রিল) মেলা সংলগ্ন এলাকায় জু"য়াড়িরা জু"য়া খে"লার আসর বসিয়েছিলো।
খবর পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ এর একজন কর্মকর্তা, গ্রাম পুলিশের সহায়তা নিয়ে জু"য়া খে"লার আসর পর্যন্ত গেলে জু"য়াড়িরা হঠাৎই আক্রমণ করে বসে গ্রাম পুলিশ ও থানা পুলিশের উপর ।
ঘটনাস্থলে হট্টগোলের সৃষ্টি হয় । এলাকাবাসীরা এগিয়ে আসলে জু"য়াড়িরা দ্রুত গতিতে উক্ত স্থান ত্যাগ করে পালিয়ে যায় ।
এ ব্যাপারে, উপস্থিত জনতার মন্তব্য পাওয়া গেলেও , থানা পুলিশের পক্ষ থেকে, এখন পর্যন্ত কোন মন্তব্য পাওয়া যায়নি ।
(তথ্যসূত্র সংগ্রহীত)

একটি মন্তব্য পোস্ট করুন